Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

চট্টগ্রাম উত্তাল আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষে, ১০ ককটেল বিস্ফোরণ 

চট্টগ্রাম উত্তাল আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষে, ১০ ককটেল বিস্ফোরণ  ছবি : সংগৃহীত
চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ উঠেছে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৫ জুলাই (সোমবার) বিকেল ৫টায় নগরীর ষোলশহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এ ঘটনার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ষোলশহর রেল স্টেশন ও দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ৬টা) দুই পক্ষের মধ্যে ইট-পাথর নিক্ষেপ চলছে। সংঘর্ষের ফলে দুই নম্বর গেট, ষোলশহর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বিকেল ৫টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে বাধা দেন। প্রতিবাদ করলে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘চট্টগ্রামে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ষোলশহর রেলস্টেশন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।’ 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স