Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

গোল্ডেন বুট যৌথভাবে ৬ জনের

গোল্ডেন বুট যৌথভাবে ৬ জনের


ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে ছয় জন জিতলেন গোল্ডেন বুট। লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন যারা, ফাইনালে তাদের কেউ পেলেন না জালের দেখা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতলেন যৌথভাবে ছয় ফুটবলার।

বার্লিনে রোববারের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।

আসরে সর্বোচ্চ ৩টি করে গোল করেন চ্যাম্পিয়ন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি হাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা আগেই পরিষ্কার করে দিয়েছিল, গোল সমান হলে সবাইকে যৌথভাবে দেওয়া হবে গোল্ডেন বুট।

ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে ছয় জন জিতলেন গোল্ডেন বুট।

এবারের সর্বোচ্চ ৩ গোল, ২০১২ আসরের পর ইউরোতে সবচেয়ে কম। সেবার তিনটি করে গোল ছিল স্পেনের ফের্নান্দো তরেস, জার্মানির মারিও গোমেস ও রাশিয়ার আলান জাগুয়েভের। সেবারের নিয়ম অনুযায়ী, সবচেয়ে কম সময় খেলায় গোল্ডেন বুট জিতেছিলেন তরেস।

গত ইউরোতে সর্বোচ্চ ৫টি করে গোল করেছিলেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ও চেক প্রজাতন্ত্রের পাত্রিক শিক। উয়েফার সেই আসরের নিয়ম অনুযায়ী, পাশাপাশি গোলে বেশি সহায়তা করায় গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স