Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ পাইলট নিহত

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ পাইলট নিহত প্রতীকী ছবি


রাশিয়ায় ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহনে সক্ষম একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা তিনজন পাইলট নিহত হয়েছেন। রাজধানী মস্কোর কাছে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার তৈরি বিমানটি সুপারজেট ১০০ মডেলের।

রুশ বার্তা সংস্থা টাস নিউজ জানিয়েছে, বিমানটিতে পূর্বনির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয়। এরপর এটি শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন করে। আকাশে উড়াল দেওয়ার এক ঘণ্টার কিছু সময় পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমানবন্দরে যাচ্ছিল।

অপর বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাজধানী মস্কোর ৬০ কিলোমিটার দূরে কোলোমেনস্কি বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রকৃত কারণ জানাবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স