Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

এবার ইউরোতে দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই!

এবার ইউরোতে দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই!


ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ৯ জুলাই (মঙ্গলবার) ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। মিউনিখের ফুটবল অ্যারেনায় সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা শুরু হবে রাত একটায়।

ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।

ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।

ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।

পাঁচ ম্যাচে মাত্র তিন গোল ফ্রান্সের নামের পাশে বড্ড বেমানান দেখালেও, এবারের টুর্নামেন্টের নির্মম বাস্তবতা এটাই। কিলিয়ান এমবাপ্পের অভাব পূরণ করতে পারেননি গ্রিজমান, তুরাম, জিরুরা। তবুও লেস ব্লুজদের টিকে যাবার কারণ গোলবারের নিচে মিক মিগনানের বীরত্ব।

প্রতিপক্ষ আক্রমণ প্রতিহতে মেন্দি, কোনাতে, কুন্দে, পাভার্তের ফরাসি রক্ষণ দুর্গ গৌরব করার মতই। তবে এ ম্যাচে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে, দিদিয়ের দেশমসের কৌশল। ইনফর্ম স্পেনের বিপক্ষে ফল পেতে, সে কৌশলের সঙ্গে এমবাপ্পের ফর্মে ফেরার প্রার্থনাও করবে ফরাসি সমর্থকরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স