বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে। হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে।
৬ জুলাই (শনিবার) টাঙ্গাইল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সসহ সকল রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে। ভারতে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে প্রথমে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছেন। এছাড়াও তৎকালীন সময়ে খালেদা জিয়া ভারত সফর থেকে ফিরে এসে বলছিলেন তিস্তা চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তিস্তা চুক্তির বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন। ভারত সরকার তিস্তার পানি বণ্টনের বিষয় আমাদের সহযোগিতা করবেন বলেও জানান তিনি।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


