ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলি ১০ সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস এ তথ্য জানিয়েছে। গাজা সিটির সুজাইয়ায় চালানো হামলায় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনকে লক্ষ্য করে একটি টিবিজি রকেট হামলা চালিয়েছে হামাস। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে।
বিবৃতিতে আরও বলা হয়, হামাসের যোদ্ধারা ওই ভবনটি থেকে বের হয়ে যাওয়ার সময় একটি বিস্ফোরণ ঘটায় এতে ইসরায়েলের আরও অনেক সেনা আহত হয়। পরে আহত ও নিহত সেনাদের উদ্ধারে ইসরায়েলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়।
এছাড়া ইয়াসিন-১০৫ রকেট দিয়ে ইসরায়েলিদের একটি মারকাভা-৪ ট্যাংকে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হামাস।
গাজা থেকে হামাস যোদ্ধাদের চিশ্চিহ্ন করতে আবার সেখানে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।
এদিকে গাজায় দীর্ঘ আট মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। অপরদিকে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এখন পযন্ত ছয়শরও বেশি ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।
ঠিকানা/এএস



ঠিকানা অনলাইন


