Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

খালেদার চিকিৎসার দায় সরকারের নয় : পররাষ্ট্রমন্ত্রী

খালেদার চিকিৎসার দায় সরকারের নয় : পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
বেসরকারি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার দায় সরকারের নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ২৭ জুন (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালাদে জিয়ার চিকিৎসা নিয়ে সরকারকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিষোদগার নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউনাইটেড হাসপাতাল সরকারি নয়, বেসরকারি। সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই। তারা যদি অ্যাম্বুলেন্স, ইঞ্জেকশন না দিয়ে থাকে, সে বিষয়ে তারাই বলতে পারবে।’

এ সময় বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা রেল যোগাযোগ তো রয়েছেই। শুধু ভারত নয়, নেপাল, ভুটানসহ আঞ্চলিক কানেক্টিভিটির জন্য কাজ চলছে। আর আমাদের সঙ্গে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন ধরে। ১৯৬৫ সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেগুলো আবার চালু করা হচ্ছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি নেই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স