Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ছবি : সংগৃহীত


চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো দক্ষিণ আফ্রিকা। ২৭ জুন (বৃহস্পতিবার) আফগানদের দেয়া ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। 

অল্প রান তাড়ায় নেমে সাবধানী ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। দলীয় পাঁচ রানে ডি ককের উইকেট হারায় তারা। এরপর হেনড্রিকস ও মার্কারাম দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড-ভারত ম্যাচের জয়ী দলকে। 

এর আগে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রশিদ খান। তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা। চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারেই জেনসেনের বলে হেন্ডরিক্সকে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় ওভারে নাইবকে ফেরান জেনসেন। 

রাবাদা-নরকিয়াদের বলও সামলে উঠতে পারেনি আফগান ব্যাটাররা। দলটির পক্ষে কেবল ওমারজাই (১০) দুই অঙ্কের রান করতে পেরেছেন। ২ রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১১.৫ ওভারেই অলআউট হয় আফগানিস্তান।  

দক্ষিণ আফ্রিকার পক্ষে ১.৫ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি। ৩ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মার্কো জেনসেন। দুইটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাদা। 

ঠিকানা/এএস

কমেন্ট বক্স