Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘তালিম’

চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘তালিম’ ছবি: বিবিসি
চীনের গুয়ানডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন তালিম। প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, দেশটিতে এই বছরের চতুর্থ টাইফুন তালিম ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে দক্ষিণ উপকূলে আঘাত হানে। ঝড়ের কারণে সমুদ্র থেকে ঢেউ উপকূলে আছড়ে পড়েছে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে শত শত ফ্লাইট ও ট্রেনের সময়সূচি বাতিল করা হয়েছে।

প্রতিবেশী ভিয়েতনাম বলেছে, তারা কুয়াং নিন ও হাই ফং থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিয়েছে। ওই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চীনের আবহাওয়া প্রশাসন জানায়, তালিম স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটের দিকে স্থলভাগে আছড়ে পড়ে। অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা চার স্তরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

দেশটির আবহাওয়া সংস্থা আরও জানায়, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার নাগাদ ভিয়েতনামের উত্তরাঞ্চলের ওপর দুর্বল হয়ে ছড়িয়ে পড়তে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গুয়াংডং থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে আট হাজারের বেশি মানুষ মৎস্য অথবা খামার শ্রমিক রয়েছেন। তাদের উপকূলে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।

কয়েক ডজন উপকূলীয় পর্যটনকেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স