Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ক্রিমিয়ায় হামলার ‘পাল্টা জবাব’ দেবে রাশিয়া : পুতিন

ক্রিমিয়ায় হামলার ‘পাল্টা জবাব’ দেবে রাশিয়া : পুতিন
মস্কোর দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী কার্চ সেতুতে ইউক্রেনের হামলার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কীভাবে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘গত রাতে (কার্চ) সেতুতে আরও একটি সন্ত্রাসী হামলা হয়েছে। অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে।’ 

এই হামলাকে সামরিক দৃষ্টিকোণ থেকে নির্বোধদের দ্বারা সংগঠিত এক অপরাধ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই সেতু দিয়ে বহু দিন ধরে সামরিক সরঞ্জাম পরিবহন করা হয় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ পরিবহন অবকাঠামোটিকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা চলছে।’

হামলায় পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া সেতুতে ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা থাকতে পারে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স