Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

কলকাতায় ঢাবি ছাত্র নিখোঁজ

কলকাতায় ঢাবি ছাত্র নিখোঁজ





 
কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ দেলওয়ার হোসেন (২৩) বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। গত বছর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন দেলওয়ার। চিকিৎসার জন্য নিখোঁজের দু’দিন আগে তিনি কলকাতা গেছেন। কিন্তু বুধবার রাত থেকে পার্ক স্ট্রিটের হোটেল থেকে তিনি নিখোঁজ। তার পিতা আবদুল করিম বলেছেন, সে খুব কমই কথা বলতে পারে। বেশি পথ হাঁটতে পারে না শারীরিক অবস্থার কারণে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। পুলিশ বলেছে, হোটেলের সিসিটিভি ফুটেজ এবং সড়কের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দেলওয়ার পার্ক স্ট্রিটের দিকে হেঁটে যাচ্ছেন। তার পিতামাতা বলেছেন, প্রথমে তার জন্ডিস হয়েছিল।

তারপর স্ট্রোক করে। পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা বলেছেন, ১৮ই জুন তার পরিবার কলকাতা গিয়েছেন। মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ওঠেন তারা। বুধবার রাতে দেলওয়ার নীরবে বাইরে বেরিয়ে যান। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিটের দিকে বাইরে বের হন। তার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথমে বুঝতে পারেন তার মা। দেলওয়ারের পিতা আবদুল করিম পাবনা জেলা সিভিল কোর্টের একজন আইনজীবী। তিনি বলেছেন, পরের রাত পুরোটা সময় ছেলের খোঁজে বাইরে কাটিয়েছেন তিনি। ঘুমিয়েছেন রাস্তায়। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো স্ট্রোক করার পর সে দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক মতো কথাও বলতে পারে না। পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়রি করেছে তার পরিবার। থানার সিনিয়র কর্মকর্তারা বলেছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স