কবি হাসানাল আব্দুল্লাহ ২২ তম ন্যাম অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি এই পুরস্কার পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। তিনি পুরস্কার পাওয়াতে তার শুভানুধ্যায়ী ও ভক্তরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাদের ভালবাসায় সিক্ত। তিনি তার এই পুরস্কার পাওয়ার বিষয়ে তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি তার অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তিনি ফেসবুকে তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেছেন, সুখবর! গতকাল ২২তম ন্যাম (Naaman) আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবছর আমাকে পুরস্কারটি দেয়া হয়েছে ক্রিয়েটিভিটি ক্যাটাগরিতে। মোট চারটি শাখায় বিশ্বের নানা দেশের কবিদের এ পুরস্কার দেয়া হয়। আমাকে পুরস্কৃত করার জন্যে ন্যাম ফাউন্ডেশনকে ধন্যবাদ। এই পুরস্কারের নমিনেশন দেবার জন্যে কবি ও পোলিশ রাইটার্স ইউনিয়নের প্রসিডেন্ট কবি কাজি মেয়ারেজ বুরনাতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উল্লেখ্য এই পুরস্কারের আওতায় প্রকাশ পাবে আমার দ্বিভাষিক গ্রন্থ দ্যা স্ক্যাটার্ড ডিসপ্লে অব লিমপস।