নিউইয়র্ক মেটস’র শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। ইতোমধ্যে বেসবলের নিউইয়র্ক মেটস’র সিডিউল ঘোষণা করা হয়েছে। এখনও খেলা চলছে।
নিউইয়র্কের সিটি ফিল্ড, ইয়াকিং স্টেডিয়ামসহ বিভিন্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। বেসবল খেলা যারা দেখতে পছন্দ করেন তাদের কাছে ভীষণভাবে আকর্ষণীয় হচ্ছে নিউইয়র্ক মেটস। একাধিক টিম এই খেলাতে অংশ নিচ্ছে। নিউইয়র্ক টিম বেশ ভাল করছে। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকছে। দর্শকরা খেলা দেখতে যাচ্ছেন। এই খেলার বিশেষ বৈশিষ্ট হলো এই খেলা দেখার জন্য উল্লেখযোগ্য সংখ্যক পরিবার, বাবা-মা তাদের সন্তানদেরকে নিয়ে খেলা দেখতে যাচ্ছেন।
নিউইয়র্কের সিটি ফিল্ডে ১৪ জুন অনুষ্ঠিত হয় নিউইয়র্কের সাথে সান ডিয়াগো’র খেলা। নিউইয়র্ক মেটস মুখোমুখি হয় সানডিয়াগো পাইরেন্ট। এই খেলায় জয় লাভ করে নিউইয়র্ক মেটস। ১৪ জুন খেলা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। কিন্তু বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। ফলে দেরীতে খেলা শেষ হয়। বিলম্বে শুরু হলেও দর্শকরা ধৈর্য্য নিয়ে শেষ পর্যন্ত খেলা দেখেন।
খেলার সূচনা হয় আমেরিকার জাতীয় সঙ্গীত বাজিয়ে। এই সময়ে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক আমেরিকার জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর শুরু হয় খেলা। খেলাতে সান ডিয়াগো টিম চেষ্টা করেছে বিজয়ী হওয়ার জন্য। তবে নিউইয়র্ক টিমের মুখে ছিল শেষ হাসি। দর্শকরা ছিলেন উচ্ছসিত। বার বার করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহিত করেন।
খেলার ফাঁকে ফাঁকে ছিল ডেজে এর নৃত্য পরিবেশনা। বেশ কয়েকজন ডিজে এতে অংশ নেন। তাদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।
বেসবলের এই মৌসুমে ২৮ মার্চ থেকে শুরু হয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জুন, জুলাই ও আগস্ট, সেপ্টেম্বর মাসে একাধিক খেলা অনুষ্ঠিত হবে। যারা খেলা দেখতে চান তারা আগে ভাগেই টিকিট সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরির টিকিট রয়েছে। যে যে ধরণের গ্যালারীতে বসে খেলা দেখতে চান সেই অনুযায়ী টিকিটি কিনতে পারবেন।
খেলায় নিউইয়র্ক টিম ছাড়াও আরো অংশ নিচ্ছে মিলওয়াকি, ডেট্টয়েটস, আটলান্টা, সিনসিনাটি, কানসাস সিটি, পিটসবার্গ, এলএ ডজার্স, সানফ্রান্সিকো, সেন্ট লুইস, শিকাগো কাবস, সিয়াটেল, অকল্যান্ড, মিয়ামী, বাল্টিমোর, কলোরাডো, বস্টন, সানডিয়াগো, টেক্সাস, এনওয়াই ইয়াঙ্কি, টেম্পা বে, হিউসটন, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আরিজোনা, মিনিসোটা, ক্লিবলান্ড, সিয়াটল, সি হোয়াউট সক্স, টরেন্টোসহ বিভিন্ন দল।
এখনও পর্যন্ত যেসব ম্যাচ বাকি আছে তা বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। তবে সিটি ফিল্ডে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচ। এরমধ্যে জুনের ২৫,২৬,২৮,২৯, ৩০ তারিখ ম্যাচ রয়েছে সিটি ফিল্ডে। সিটি ফিল্ডে জুলাই মাসের ৯-১৪ তারিখ পর্যন্ত ম্যাচ রয়েছে। জুলাই ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত রয়েছে বিভিন্ন খেলা এই মাঠে। সেপ্টেম্বরে ২ থেকে ৮ তারিখ পর্যন্ত প্রতিদিন খেলা রয়েছে সিটি ফিল্ডে। আবার সেপ্টেম্বর ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ম্যাচ রয়েছে সিটি ফিল্ডে। এছাড়াও সেপ্টেম্বরের ২৭, ২৮ ও ২৯ তারিখেও ম্যাচ হবে। তবে শেষ এই খেলাগুলো হবে আমেরিকান ফ্যামিলি ফিল্ডে। এটি উইনসকনসিনে। নিউইর্য়কের সিটি ফিল্ডে নিউইয়র্ক ছাড়াও খেলবে হিউস্টন, ওয়াশিংশন, কলেরাডো, আটলান্টা, মিনিসোটা, অকল্যান্ড, বাল্টিমোর, মিয়ামী, বস্টন, সিনসিনাটি, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন দল।
খেলার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বেশির ভাগ দিনই সন্ধ্যা সাতটা দশ অথবা সাতটা বিশ মিনিটে। তবে কোন কোন দিন খেলার সিডিউল দুপুরেও রয়েছে।