Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

পেনাল্টি মিস করায় ফুটবলারের স্ত্রী ও অনাগত সৃওস্তানকে খুনের হুমকি

পেনাল্টি মিস করায় ফুটবলারের স্ত্রী ও অনাগত সৃওস্তানকে খুনের হুমকি ছবি : সংগৃহীত
টাইব্রেকার থেকে কাই হাভার্টজ গোল করতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বায়িন্দির তার শট ঠেকিয়ে দেন। আর সেই পেনাল্টি ফস্কানোর ফলেই হারতে হয় আর্সেনালকে। এমনকি এফএ কাপ থেকেও বিদায় নিতে হয়।

এই ম্যাচের পর পেনাল্টি ফস্কে খলনায়ক হওয়া হাভার্টজে স্ত্রী ও অনাগত সন্তানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় আতঙ্কে পরিবার।

জার্মান ফুটবলার হাভার্টজে স্ত্রী সোফিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এক জন লিখেছেন, আমাদের বাড়িতে এসে দু’জনকে খুন করবেন। আবার এক জন প্রার্থনা করেছেন, আমার সন্তান যেন নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কিত। কী করব বুঝতে পারছি না।’

তিনি আরও লিখেছেন, ‘খেলায় হার-জিত থাকেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দের একটু সম্মান করুন। সকলের ব্যক্তিগত জীবন আছে। পরিবার আছে। এই ধরনের কথায় এক জন ফুটবলারের মনের কী অবস্থা হয় সেটা বোঝার চেষ্টা করুন।’

এফএ কাপের ম্যাচে ৫২ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৬১ মিনিটে লাল কার্ড দেখেন দলটির দিয়োগো দালত। তার পরেই গ্যাব্রিয়েল সমতা ফেরান। ৬৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিতে পারতেন মার্টিন ওডেগার্ড। হাভার্টজকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় আর্সেনাল। কিন্তু ওডেগার্ডের শট বাঁচিয়ে দেন বায়িন্দির। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা শেষ না হওয়ায় টাইব্রেকারে ফয়সালা হয়। সেখানেই হাভার্টজ পেনাল্টি ফস্কান।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স