Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের টার্গেট দিল দ. আফ্রিকা

যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের টার্গেট দিল দ. আফ্রিকা ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ঝোড়ো ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা। জয়ের জন্য ১৯৫ রান করতে হবে মার্কিনিদের।

বুধবার (১৯ জুন) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারোন জন্স। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। দলীয় ১৬ রানে ১১ বলে ১১ রান করে আউট হন রেজা হেনড্রিকস।

এরপর ক্রিজে আসা অধিনায়ক এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর চড়াও হন ডি কক। ১১০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ডি কক। তবে দলীয় ১২৬ রানে জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪০ বলে ৭৪ ও ডেভিড মিলার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

দলীয় ১৪১ রানে ৩২ বলে ৪৬ রান করে আউট হন মার্করাম। এরপর হেনরিখ ক্লাসেন ও ট্রিস্টান স্টাবস মিলে রানের চাকা সচল রাখেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ক্লাসেন ২২ বলে ৩৬ ও স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স