Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

অনুমোদনবিহীন ক্লিনিক বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনুমোদনবিহীন ক্লিনিক বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
দেশের যে সমস্ত ক্লিনিকের অনুমোদন নেই বা চিকিৎসা সেবা দেয়ার মত মানসম্পন্ন নয়, সেগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ১৮ জুন (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি আনিস কিয়া প্রয়োগের কারণে অনেক রোগী মারা গেছেন। বিষয়টি আমরা আমলে নিয়ে কাজ করছি। এনেস্থিয়া ড্রাগ হ্যালোজিন এটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করবে তাকেও এবং যে ফার্মেসিবা দোকানে বেচাকেনা হবে তাকেও শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর ডাক্তার সামন্ত লাল সেন বলেন, ঈদের ছুটিতে রাজধানী ঢাকার কয়েকটি বড় হাসপাতাল ভিজিট করে একজন ডাক্তার হিসাবে লজ্জা লাগছে। একটি হাসপাতালের ইমাজেন্সিতে গিয়ে বুঝা যায় এই হাসপাতালের ভেতরের অবস্থা বুঝা যায়। একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত হই। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের সাধারণ মানুষ খুব বেশি কিছু চায় না। তারা শুধু চিকিৎসা সেবা চান।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সেবা সেমিনারে যখন যাই তখন আমরা শুধু একটি কথাই শুনতে পাই প্রান্তিক পর্যায়ে বাংলাদেশ যে চিকিৎসা সেবা উন্নীত করেছে সেজন্য সবাই প্রথমেই জননেত্রী শেখ হাসিনার নাম নিয়ে বক্তব্য শুরু করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্যরা যদি উপজেলা স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নজর দেন তবে স্বাস্থ্যসেবার মান উন্নত হতে বাধ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা সেই আলোকেই কাজ করে যাচ্ছি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনারা গাঁ উপজেলা হাসপাতালে মুজিব কর্ণারের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলার সিভির সার্জন মুশিয়ার রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স