Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


লালমনিরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

লালমনিরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ছবি সংগৃহীত



 
লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারের বড়বাড়ী-রংপুর মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রোববার (১৬ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগর আলী পেশকারের ছেলে বাবু মিয়া (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫)। তাদের দুটি শিশুসন্তান রয়েছে। 

এদিকে ওই দুর্ঘটনার পর দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সততা এন্টারপ্রাইজ নামের একটি নৈশ কোচ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। একই সময় লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুড়িগ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন বাবু মিয়া ও তার স্ত্রী রোকসানা। 

পথিমধ্যে ফকিরের তকেয়া নামক স্থানে ঢাকাগামী ওই বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স