ঘরের মাঠে ইউরো, শুরু থেকেই দাপট দেখাল জার্মানি। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে গোল, আত্মঘাতী গোল, ভিএআর, পেনাল্টি, লাল কার্ড সবকিছুরই দেখা মিলল। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে আসর শুরুর ম্যাচে জার্মানি ৫-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। জার্মানদের ইউরো ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। স্বাগতিক দেশ হিসেবে উদ্বোধনী ম্যাচে এমন বড় জয়ও এই প্রথম। প্রথমার্ধেই তিন গোল হজমের পাশাপাশি লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় স্কটল্যান্ড।
ম্যাচের দশম মিনিটেই কিমিচের অ্যাসিস্ট থেকে ফ্লোরিয়ান উইর্টজের গোলে এগিয়ে যায় জার্মানরা। ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি জার্মানির। ১৯ মিনিটে কাইল হাভার্টজের বাড়ানো বল জালে জড়ান জামাল মুসিয়ালা। ২৫তম মিনিটে আবারও ভীতি ছড়ান মুসিয়ালা। বক্সে ঢোকার মুখে তিনি পেছন থেকে ফাউলের শিকার হওয়ায় প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, পরে অবশ্য ভিএআরের সাহায্যে ফ্রি-কিক দেন। হাভার্টজের নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্কটিশ গোলকিপার। তবে পরেরবার পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। বিরতির ১ মিনিট আগে লাল কার্ড দেখেন পোর্তেওস। ফের পেনাল্টি পায় জার্মানি। এবার আর ভুল হয়নি। কাই হাভার্টজ বল জালে পাঠান। ১৯৮৪ সালে ফ্রান্সের পর প্রথম দল হিসেবে ইউরোর গ্রুপ পর্বের কোনো ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করল জার্মানি।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে খেলতে থাকে জার্মানরা। ৬৩ মিনিটে হাভার্টজের বদলি নামা নিকলাস ফুলক্রুগ ডি-বক্সে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠান। তাতে স্কোরলাইন হয় ৪-০। ৮৭ মিনিটে ম্যাচের সান্ত্বনাসূচক গোলের দেখা পায় স্কটল্যান্ড। মাঝমাঠ থেকে নেওয়া ফ্রি-কিকে বক্সে বলে মাথা ছোঁয়ান স্কট ম্যাককেনা। জার্মান ডিফেন্ডার রুডিগারের মাথায় লেগে তা চলে যায় জালে। আত্মঘাতী গোল হয়। ৩ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে, টমাস মুলারের পাস ধরে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জার্মানিকে পঞ্চম গোল এনে দেন মিডফিল্ডার এমরে কান।
বৈশ্বিক ও মহাদেশীয় মিলে সর্বশেষ তিন টুর্নামেন্টে প্রথম ম্যাচে হার হজমের পর এবারের ইউরো জয় দিয়ে শুরু করল জার্মানি। দলটির অধিনায়ক ইকাই গুনদোয়ান বলেন, ‘আমরা কিছু ঝুঁকি নিয়েছি আর স্কোর করে গেছি। প্রথমার্ধে আমাদের খেলা দারুণ ছিল। এভাবেই শুরু করতে চেয়েছিলাম। ম্যাচের আগেই আমার মনে হয়েছিল ভালো কিছু হবে। ভাবনাটা ঠিক হয়েছে। মাঠে মনোযোগী না হলে প্রতিপক্ষ ভোগাবে, সেটিও মাথায় রাখতে হবে (পরের ম্যাচে)।’
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে জার্মানি।
ঠিকানা/এনআই