Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
ইউরো ২০২৪

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের শুভ সূচনা

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের শুভ সূচনা ছবি সংগৃহীত
জার্মানিতে শুরু হয়েছে ইউরোপের দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরোর এবারের আসর। ২৪ দলের এই ফুটবল প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হিসেবেই আগমন হয়েছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের। আর ফেভারিট দলটি শুরুও করেছে ফেভারিটদের মতোই।

শনিবার (১৫ জুন) ইউরো ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে ৩-০ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে দারুণ শুরু করেছে স্পেন। সব কটি গোলই আসে খেলার প্রথমার্ধে। যেখানে একচেটিয়া দাপট দেখায় স্পেন। দ্বিতীয়ার্ধে ক্রোয়াটরা ফিরে এলেও পেরে ওঠেনি স্পেনের দলীয় সমন্বয়ের সঙ্গে। বার্লিনে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’র এই ম্যাচে আলভারো মোরাতা দলের পক্ষে প্রথম গোল করেন, আর ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ইউরো ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন।

আলভারো মোরাতা, ফাবিয়ান রুইজ ও দানি কারভাহালের করা তিন গোলেই মীমাংসা হয় খেলার। ১৬ বছর ৩৩৮ দিন বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো অভিষেকের ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখান লামিন ইয়ামাল।

শুরুতে ছোট পাসে খেলা জমানোর চেষ্টা করছিলেন লুকা মদ্রিচরা। কিন্তু ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ক্রোয়াটদের পেছনে ঠেলে দেয় স্পেন। ২৮ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক আলভারো মোরাতা। মাঝমাঠে বল পেয়ে ক্রোয়েশিয়ার রক্ষণ ভেদ করে পাস বাড়ান রদ্রি। ওই বল ধরে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে গোল করেন মোরাতা। শীর্ষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি তার দশম গোল, ইউরোর সপ্তম। ইউরোয় মোরাতার চেয়ে বেশি গোল আছে শুধু মিশেল প্লাতিনি (৯) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর (১৪)।

৩২তম মিনিটে জালের দেখা পান রুইজ। পেদ্রির থেকে পাস নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার গোল করেন তিনি। প্রথমার্ধের বাকি সময়ে ইয়ামাল বারবার ক্রোয়াট ডিফেন্স ভেঙে দিচ্ছিলেন আর স্পেনও চালাচ্ছিল একের পর এক আক্রমণ।

বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ফলস নাইন পজিশন থেকে ইয়ামালের ক্রস পায়ে লাগিয়ে স্পেনের তৃতীয় গোল করেন কার্ভাহাল।

দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিট গোল শোধে মরিয়া ক্রোয়েশিয়া মুহুর্মুহু আক্রমণ হানে স্পেনের রক্ষণে। ৫৫ মিনিটে সবচেয়ে সুবর্ণ সুযোগটি পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।

৭৮ মিনিটে বক্সে পেটকোভিচকে ফাউল করায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। স্পট থেকে পেটকোভিচের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ফিরতি বল থেকে গোল করেন পেটকোভিচ। কিন্তু কপাল মন্দ। ভিএআরে ধরা পড়ে ক্রোয়েশিয়ার এক ফুটবলার ছিলেন অফসাইডে। বাকি সময়টুকুও পেরোয় গোলহীনভাবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স