Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ভারত-কানাডা ম্যাচও বৃষ্টিতে পণ্ড

ভারত-কানাডা ম্যাচও বৃষ্টিতে পণ্ড ছবি সংগৃহীত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ম্যাচগুলোতে প্রায় প্রতিদিনই হানা দিচ্ছে বৃষ্টি। এই তো গতকাল শুক্রবার রাতে এই একই ভেন্যুতে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় পাকিস্তানের বিদায়ের ঘণ্টা বেজে যায়।

আজ শনিবার (১৫ জুন) লডারহিলে বৃষ্টি না হলেও আগের বৃষ্টির কারণেই সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠের আউটফিল্ড ভেজা ছিল। সেখানে নির্ধারিত সময়ে টস হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন।

এর আগে ফ্লোরিডার লডারহিলে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও পণ্ড হয়েছে।

এতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপে টস ছাড়াই সবচেয়ে বেশি ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার এমসিজির পাশে নাম লেখিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মাঠ।

এদিকে সুপার এইটে যাওয়ার স্বপ্ন ইতিমধ্যে শেষ হয়ে যাওয়া কানাডার জন্যও ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। অন্যদিকে গ্রুপে সর্বপ্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে ভারত। দ্বিতীয় দল হিসেবে সেরা আটে ওঠে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স