জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা সিটিএমডি একটি প্রতারণা মামলা নিষ্পত্তির জন্য ফেডারেল সরকারকে ১২.০৪ মিলিয়ন ডলার ফেরত দিতে সম্মত হয়েছে। এর মধ্য দিয়ে বিমাবিহীন রোগীদের জন্য স্বাস্থ্য সম্পদ ও পরিষেবা প্রশাসন (এইচআরএসএ) প্রোগ্রামে কোভিড-১৯ পরীক্ষার খরচ বাবদ ভুয়া বিল জমা দিয়ে ‘ফলস ক্লেইম অ্যাক্ট’ বা ‘মিথ্যা দাবি আইন’ লঙ্ঘনের অভিযোগের নিষ্পত্তি হলো। সিটিএমডি নিউজার্সি ও নিউইয়র্কজুড়ে ১৭৭টি ক্লিনিক পরিচালনা করে।
বিচার বিভাগের অভিযোগ, সিটিএমডি ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৫ এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ পরীক্ষার বেশ কিছু ভুয়া বিল জমা দিয়েছে। এর মধ্যে অনেকেরই স্বাস্থ্য বিমা ছিল। শুধু বিমাহীনদের জন্যই এই বিল জমা দেয়ার নিয়ম ছিল।
সিটিএমডি বিল জমা দেওয়ার আগে সেবা গ্রহীতাদের স্বাস্থ্য বিমা কভারেজ ছিল কিনা তা ভালোভাবে নিশ্চিত করেনি। বিচার বিভাগ আরও দাবি করেছে, সিটিএমডি বাইরের ল্যাবরেটরিগুলোকে কোভিড-১৯ পরীক্ষার জন্য অসত্য দাবি জমা দিতে বাধ্য করেছে। রিকুইজিশন ফর্ম বিতরণের মাধ্যমে যাদের স্বাস্থ্য বিমা কভারেজ রয়েছে তাদেরও বিমাহীন দেখানো হয়েছে।
অবশ্য সিটিএমডি মিথ্যা দাবি আইনের ক্ষেত্রে স্বেচ্ছায় তথ্য প্রকাশ ও সহযোগিতা করায় এবং প্রতিকার গ্রহণের জন্য বিভাগের নির্দেশিকা অনুসারে নিষ্পত্তিতে ক্রেডিট পেয়েছে। সিটিএমডি অন্যান্য বিষয়গুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তে সহযোগিতা করেছে, স্বেচ্ছায় তৃতীয় পক্ষের সাথে চুক্তি করে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করেছে।
মার্কিন অ্যাটর্নি ফিলিপ আর সেলিংগার বলেন, বিমাহীন মার্কিনিদের কোভিড-১৯ পরীক্ষার জন্য বরাদ্দ তহবিলের কথিত অপব্যবহার আমরা সহ্য করতে পারি না এবং করব না। আজকের মীমাংসা একটা বিষয় নিশ্চিত করে যে অন্যায়ভাবে প্রাপ্ত অর্থ সরকারকে ফেরত দিতে হয়।