Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

ফেইসবুক মার্কেটপ্লেসের অ্যালার্ট পেতে কী করবেন?  

ফেইসবুক মার্কেটপ্লেসের অ্যালার্ট পেতে কী করবেন?  


বর্তমানে অনলাইনে পণ্য বিকিকিনির অন্যতম সহজ মাধ্যম হয়ে উঠেছে ফেইসবুকের ফিচার ‘মার্কেটপ্লেস’।
তবে, কোনো কিছু কিনতে গেলে অনেক সময়ই দেখা যায় পণ্যটি আগেই বিক্রি হয়ে গেছে। ফলে, কেউ যদি কোনো নির্দিষ্ট পণ্যের সন্ধানে থাকেন, তাহলে একটি ‘অ্যালার্ট’ সেট করে নিলে ফের ওই পণ্য মার্কেটপ্লেসেেআসার সঙ্গে সঙ্গেই অ্যালার্ট পাওয়া যাবে। এর ফলে, অন্য ক্রেতাদের আগে ওই নির্দিষ্ট জিনিসটি কিনে ফেলা সহজ হয়।

এ ছাড়া, পণ্য অনুসন্ধান করার ঝামেলায়ও যেতে হবে না। নির্দিষ্ট বিভাগের নতুন কোনো কিছু মার্কেটপ্লেসে পোস্ট করার নোটিফিকেশন পেয়ে যাবেন বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই ফেইসবুক মার্কেটপ্লেসে ‘অ্যালার্ট’ সেট করবেন।

১. প্রথম একটি ব্রাউজার থেকে ফেইসবুকে লগইন করুন।
২. ফেইসবুক হোম পেইজের ওপরের বার থেকে ‘মার্কেটপ্লেস’ আইকনে ক্লিক করুন।
৩. এরপর যে পণ্যটি খুঁজছেন সেটি সার্চ বক্সে লিখুন।
৪. সার্চ বক্সের নিচে ‘নোটিফাই মি’ নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
৫. এবারে একটি পপ-আপ উইন্ডো চালু হবে। সেখানে পণ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য লিখুন এবং চাইলে সার্চ রেডিয়াস বা অনুসন্ধানের জায়গাও সেট করতে পারবেন৷ এরপরে ‘ক্রিয়েট অ্যালার্ট’ অপশনে ক্লিক করুন।
৬. কোনো অ্যালার্ট সরাতে বা এডিট করতে আবার একইভাবে সার্চ করুন এবং ‘এডিট অ্যালার্ট’ অপশনে ক্লিক করুন। সেখানে মূল্য ও স্থান এডিট করার বা সতর্কতা সরানোর অপশন থাকবে।

এভাবে সহজেই ফেইসবুক মার্কেটপ্লেসের অ্যালার্ট অপশন চালু করে নেওয়া যাবে। এ ছাড়া, কেউ মার্কেটপ্লেসে প্রচুর কেনাকাটা করলে তাকে অ্যালার্ট ফিচারটির সুবিধা নেওয়াই উচিত।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স