টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ 'ডি' থেকে আগেভাগেই সুপার এইট নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। বাকি একটা জায়গার জন্য ত্রিমুখী লড়াই বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপালের। তবে, সেই লড়াইটা এবার নেমে এসেছে দুইয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলের নাটকীয়তায় হেরেছে নেপাল। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হিমালয়ের দেশটির। নেপালের বিদায়ে শেষ আটে যাওয়া নিয়ে লড়াইটা এখন শুধুই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। যদিও এই সম্ভাবনায় এগিয়ে আছে বাংলাদেশই।
এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে দ্বিতীয়তে। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সরাসরি সুপার এইটে বাংলাদেশ। এ ছাড়া ডাচরা যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তখন নেপালকে না হারালেও সুপার এইটে যাবে বাংলাদেশ।
এ ছাড়াও সুযোগ আছে বাংলাদেশের। নেদারল্যান্ডস লঙ্কানদের বিপক্কজে জিতলে, বাংলাদেশ যদি নেপালের কাছে হেরেও যায় তখন পয়েন্ট টেবিলের হিসাবে যে এগিয়ে থাকবে সে যাবে সুপার এইটে। সে দিক দিয়ে বাংলাদেশ নেদারল্যান্ডসের চেয়ে রানরেটে অনেক এগিয়ে। তাই পরের ধাপে যেতে বাংলাদেশের সুযোগটাই সবচেয়ে বেশি।
এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৭ জুন ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে নেদারল্যান্ডস। সব মিলিয়ে আগামী সোমবারই হবে এই গ্রুপের শেষ ফায়সালা। এই গ্রুপের আর এই দুটি ম্যাচই কেবল বাকি আছে।
ঠিকানা/এসআর