টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ১৬ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু সে ম্যাচে মাঠে নামার আগে আজই বিশ্বকাপ মিশন শেষ হতে পারে বাবর আজমদের। কীভাবে?
ফ্লোরিডার ফোর্ট লডারহিলে আজ ১৪ জুন (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। আগের তিন ম্যাচের দুটি জেতা যুক্তরাষ্ট্র এই ম্যাচ জিতলেই ভারতের পর গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে সুপার এইটে। শুধু তাই নয়, ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসেও যায়, সেক্ষেত্রেও কপাল পুড়বে পাকিস্তানের।
গত কয়েকদিন ধরে ফ্লোরিডায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। এমনকি আজ যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচের দিন সেখানে বৃষ্টির সম্ভাবনা ৯১ শতাংশ। এক্ষেত্রে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড দুই দলই ১ পয়েন্ট করে পাবে।
এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেলেই যুক্তরাষ্ট্রের পয়েন্ট চলে যাবে পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে। আগের তিন ম্যাচের দুটি জেতা যুক্তরাষ্ট্রের পয়েন্ট এখন চার। আইরিশদের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে পাঁচ।
অন্যদিকে তিন ম্যাচ খেলে মোটে একটিতে জেতা পাকিস্তানের পয়েন্ট ২। শেষ ম্যাচে আইরিশদের হারালেও তাদের পয়েন্ট হবে চার।
শুধু আইরিশরা আজ ফর্মে থাকা যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতে পারলেই অন্তত কাগজে-কলমে টিকে থাকবে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন।
ঠিকানা/এএস