Thikana News
০২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫

মোদির শপথে ৩১ টাকার সিগারেটের প্যাকেট হাতে শাহরুখ-আম্বানি

মোদির শপথে ৩১ টাকার সিগারেটের প্যাকেট হাতে শাহরুখ-আম্বানি
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে সবার নজর কেড়েছে ধনকুবের মুকেশ আম্বানি ও বলিউড বাদশাহ শাহরুখ খানের হাতে থাকা সিগারেটের প্যাকেট।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিজনেস টাইকুন অনন্ত আম্বানি ও আনন্দ পিরামলের সঙ্গে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। পৌঁছেছিলেন শাহরুখ খানও। 

অনুষ্ঠানে মুকেশ আম্বানি ও শাহরুখ খানের খোশগল্পে মজে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসময় তাদের হাতে থাকা ৩১ টাকার ওআরএসের প্যাকেট দেখে অবাক নেটদুনিয়া।

ছবিতে দেখা যায়, শাহরুখকে কালোরঙা একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল। এদিকে সাদা শার্টে হাসিমুখে আছেন মুকেশ আম্বানি।

ছবির মন্তব্যে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘আমি এই ওআরএস খাওয়ার মতো ধনী হতে চাই জীবনে ব্যাস, আর কিছু না’। 

একজন লিখেছেন,‘এটি সোডা পানীয়ের চেয়ে ভাল। এই গরম আবহাওয়ার জন্য উপযুক্ত। এছাড়াও সম্প্রতি শাহরুখের হিট স্ট্রোক হয়েছিল, সাবধানতা অবলম্বন করা ভাল’। 

শাহরুখ খানের সঙ্গে আম্বানিদের সখ্যতা কারও অজানা নয়। অনন্ত-রাধিকার দুটো প্রি-ওয়েডিং অনুষ্ঠানেই সপরিবারে হাজির ছিলেন শাহরুখ। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স