Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন মারা গেছেন

বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন মারা গেছেন ছবি সংগৃহীত
ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেত্রী এবং গায়িকা জেন বার্কিন ৭৬ বছর বয়সে প্যারিসে মারা গেছেন।

ফরাসি সংস্কৃতি মন্ত্রক বলেছে, জেনের মৃত্যুতে ফ্রান্স তার একজন চিরায়ত আইকনকে হারাল।

তার কাছের লোকজনের বরাত দিয়ে স্থানীয় মিডিয়া জানিয়েছে, বার্কিনকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। কয়েক বছর আগে হার্টের সমস্যায় ভোগার পর ২০২১ সালে বার্কিনের একটি মৃদু স্ট্রোক হয়েছিল।

বার্কিন ১৯৬৯ সালে প্রকাশিত তার যৌন উত্তেজনাপূর্ণ ‘জে টাইমে...মোই নন প্লাস’ গানটির জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। ওই গানের দৃশ্যে তিনি এবং তার তৎকালীন প্রেমিক, প্রয়াত ফরাসি গায়ক এবং গীতিকার সার্জ গেইনসবার্গ অভিনয় করেছেন।

১৯৬০ এর দশকের শেষের দিক থেকে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। সেখানে কয়েক ডজন চলচ্চিত্রে গান গাওয়া এবং অভিনয় করা ছাড়াও তিনি তার উদার মানসিকতা, নারী, বিশেষ করে সমকামীদের অধিকারের পক্ষে লড়াইয়ে নিবেদিতপ্রাণ হিসেবে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো বলেছেন, ‘তার গান, ভুবন ভোলানো হাসি এবং মিষ্টি কণ্ঠস্বর আমরা কোনো দিন ভুলব না।’

জেন ম্যালরি বার্কিন ১৯৪৬ সালের ডিসেম্বরে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার মা ব্রিটিশ অভিনেত্রী জুডি ক্যাম্পবেল এবং বাবা ডেভিড বিরকিন ছিলেন রয়্যাল নেভির একজন কমান্ডার।

১৯৬৬ সালে নির্মিত মাইকেল অ্যাঞ্জেলো আন্তোনিওনি’র বিতর্কিত চলচ্চিত্র ‘ব্লো-আপ’-এ তিনজনের যৌন দৃশ্যে নগ্ন হয়ে কুখ্যাতি অর্জন করেন বার্কিন। সে সময় তার বয়স ছিল মাত্র ২২ বছর।

বার্কিনের শেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০২০ সালে। সেই অ্যালবামের প্রযোজক এবং সঙ্গীত পরিচালক ছিলেন ফরাসি গায়ক ইতিয়েন ডাহো। তিনি বলেন, ‘আপনাকে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা ভাবা যায় না।’

তিনি তার দুই কন্যা, শিল্পী-অভিনেত্রী শার্লট এবং অভিনেত্রী লু ডাইলনকে রেখে গেছেন। এ ছাড়া কেট নামে তার আরও একটি কন্যাসন্তান ছিল, যিনি ২০১৩ সালে মারা যান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স