Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 
বৃটিশ পার্লামেন্ট নির্বাচন

লেবার মনোয়ন পেলেন ৫ বাঙালী নারী নেত্রী

লেবার মনোয়ন পেলেন ৫ বাঙালী নারী নেত্রী





 
জাতীয় কার্যনির্বাহী কমিটির সভায় লেবার পার্টি তার অনুমোদিত প্রার্থীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করে করেছে। চূড়ান্ত প্রার্থী ঘোষণায় লন্ডনের গুরুত্বপূর্ণ চারটি আসনসহ সাউথাম্পটনের একটি আসনে লেবারের মনোয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পাঁচজন নারী নেত্রী। এর মধ্যে চারজনই গত বিভিন্ন মেয়াদে লেবার থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে নিজ এলাকার নেতৃত্ব দিয়েছেন, একজন ছিলেন স্থানীয় কাউন্সিলর। যে নারী নেত্রীরা পেলেন লেবারের মনোয়ন- রুশনারা আলী (বাথনালগ্রীন-স্টেপনী), টিউলিপ রেজওয়ানা সিদ্দীক (হ্যাম্পস্টেড এন্ড হাইগেট), রুপা হক (ইলিং সেন্ট্রাল-একটন), আফসানা বেগম (পপলার-লাইম হাউস), রুফিয়া আশরাফ(সাউথ নর্থহামট শায়ার)। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স