মানুষের মস্তিষ্কের নিউরন এবং সিন্যাপ্স যেভাবে কাজ করে, তার অনুকরণে সম্প্রতি চীন ও সুইস বিজ্ঞানীদের একটি দল যৌথভাবে একটি নিউরোমরফিক চিপ তৈরি করেছেন। তাদের আবিষ্কৃত চিপটি আরও বিদ্যুৎসাশ্রয়ী হবে বলেও জানানো হয়েছে। জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে এর বৃত্তান্ত।
সিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে: মানব মস্তিষ্কে আছে জটিল ও বিস্তৃত নিউরাল নেটওয়ার্ক। এর ভেতর কোটি কোটি প্রক্রিয়াকরণ হলেও খরচ হয় মাত্র ২০ ওয়াটের মতো বিদ্যুৎশক্তি। তাই নিউরোমরফিক বা মস্তিষ্কের মতো দেখতে মাইক্রোচিপ কম বিদ্যুতেই বেশি বেশি তথ্য প্রক্রিয়াকরণ করতে পারবে।
সুইজারল্যান্ডের সিনসেন্স এজি করপোরেশন ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব অটোমেশনের গবেষকদের তৈরি ‘স্পেক’ নামের চিপটি যখন অলস থাকে তখন মাত্র দশমিক ৪২ মিলিওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। বলতে গেলে এটি অব্যবহৃত অবস্থায় কোনও বিদ্যুতই খরচ করে না।
এই চিপের ফ্রেমওয়ার্কে গবেষকরা মানব-মস্তিষ্কের মতো ‘অ্যাটেনশন-বেইজড’ কাঠামো ব্যবহার করেছেন। এর মানে হলো, যখন যা ইনপুট আসবে সে অনুযায়ী প্রসেসিং পাওয়ার ব্যবহার করবে এটি।
ঠিকানা/এসআর