২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বা বিক্রি হবে টিকটক। দেশটিতে পাশ হওয়া এই নতুন আইন বাতিল চেয়ে টিকটকের মামলা খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত।
চীনের কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত অন্তত তাদের যুক্তির সঙ্গে একমত হবেন। কারণ টিকটকের মতে, এ আইনটি অসাংবিধানিক। একইসঙ্গে এটি ১৭ কোটি মার্কিন নাগরিকের ‘বাকস্বাধীনতার অধিকারের ওপর বড় আঘাত’।
তবে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইনটি বহাল রেখেছে দেশটির ফেডারেল আদালত এবং বলেছে, ‘কংগ্রেস ও পরপর কয়েকজন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদি এবং দ্বিপক্ষীয় উদ্যোগের চূড়ান্ত সিদ্ধান্ত এই আইন’।
রায়ের পর টিকটক বলেছে, যুক্তরাষ্ট্রে অ্যাপটির নিষিদ্ধ বা বিক্রির বিরুদ্ধে এ মামলাকে তারা এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনি আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে নিয়ে যাবে।
চীন সরকারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও মার্কিন ব্যবহারকারীদের ডেটা ঝুঁকিতে রয়েছে এমন উদ্বেগের কথা উল্লেখ করে এপ্রিলে এই বিলটিকে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নতুন আইনের আওতায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
চীনা কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের গোপন সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করেছে টিকটক ও এর মূল কোম্পানি বাইটড্যান্স।
আদালত বলেছে, “এই আইনটি কেবল তৈরি হয়েছে বিদেশী প্রতিপক্ষের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে ঠেকানোর জন্যই। আর পিআরসি বা পিপলস রিপাবলিক অফ চায়নার মাধ্যমে তৈরি দেশটির জাতীয় সুরক্ষা হুমকি ঠেকাতে বড় প্রচেষ্টারও অংশ এই আইন।”
এদিকে টিকটক বলেছে, এখানেই তাদের আইনি লড়াইয়ের শেষ নয়।
“আমেরিকানদের বাকস্বাধীনতার অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত ঐতিহাসিক রেকর্ড রয়েছে। আমরা আশা করি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আদালত এবারও ঠিক তাই করবে,” বিবৃতিতে বলেছেন টিকটকের এক মুখপাত্র।
“আইনটিকে তৈরি করা হয়েছে ভুল, ত্রুটিপূর্ণ ও অনুমানমূলক তথ্যের উপর ভিত্তি করে এবং এ নিষেধাজ্ঞা মার্কিন নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা সেন্সর করবে।”
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয় টিকটকের জন্য সুখবর বয়ে এনেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
২০২০ সালে ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধের চেষ্টা ব্যর্থ হলেও এ বছরের নভেম্বরে অর্থাৎ নির্বাচনের আগে তিনি বলেছেন, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কোনোভাবেই কার্যকর হতে দেবেন না তিনি।
ঠিকানা/এসআর