ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথের দিনই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীর হানা। রোববার (৯ জুন) রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। খবর এনডিটিভির।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সেই সময়ই হামলা চালায় সন্ত্রাসীরা। জঙ্গি হামলার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যার জেরে ৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
ভোটের আবহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল। দুই জায়গায় গুলি চলেছিল গত ১৯ মে। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক রাজনৈতিক নেতা। আরেকটি ঘটনায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীদের গুলিতে জখম হয়েছিলেন এক পর্যটক দম্পতি।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


