Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ১৭ জুন

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ১৭ জুন
বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ৭ জুন (শুক্রবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সে হিসেবে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

৭ জুন (শুক্রবার) সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় দেশটির সুপ্রিম কোর্ট। এদিন দেশটির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে চাঁদ ওঠার মাধ্যমে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ফলে ওসব দেশে ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৫ হিজরির পবিত্র জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। শুক্রবার গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স