Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারলেন নারী কনস্টেবল

বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারলেন নারী কনস্টেবল ছবি সংগৃহীত
ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই অনভিপ্রেত ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার (৬ জুন) হিমাচলের মাণ্ডির নতুন সংসদ সদস্যকে সপাটে ‘চড়’ মারার অভিযোগ উঠল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক নারী কনস্টেবলের বিরুদ্ধে। কিন্তু কেন আচমকাই আক্রমণের শিকার হলেন বিজেপির এই সদস্য?

জানা গেছে, ২০২১ সালে দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পরপর আক্রমণাত্মক টুইট করেছিলেন কঙ্গনা। এর জেরে আইনি বিপাকেও পড়তে হয় তাকে। এবার চণ্ডীগড় বিমানবন্দরে তারই মাশুল গুনতে হলো। কঙ্গনাকে চড় মারা ওই নারী কনস্টেবল আদতে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা।

সে সময় আন্দোলনরত কৃষকদের ‘খালিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলে অভিহিত করেছিলেন কঙ্গনা। এমনকি প্রধানমন্ত্রী মোদি যখন  বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করলেন, তখনো কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। সেই পরিপ্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে চটেছিল শিখ সম্প্রদায়ের একাংশ। এবার সেই রাগের বশেই কঙ্গনাকে সপাটে চড় মেরেছেন ওই নারী কনস্টেবল।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স