Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিলেন বাইডেন

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিলেন বাইডেন ছবি সংগৃহীত
বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলারের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে। সংশোধিত ইনকাম-ড্রিভেন রিপেমেন্ট (আইডিআর) পরিকল্পনার আওতায় ৮ লাখ ৪ হাজারের বেশি ঋণগ্রহীতার জন্য ঋণ মওকুফ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় ১৪ জুলাই শুক্রবার এ কথা জানিয়েছে।

শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ মওকুফের বাইডেনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আটকে দেওয়ার কয়েক সপ্তাহ পর এই ঘোষণা এল। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ঋণগ্রহীতারা ২০ কিংবা ২৫ বছর ধরে মাসিক আইডিআর পেমেন্ট দিয়ে থাকলে ঋণ মওকুফ পাবেন। আইডিআর কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ঋণগ্রহীতাদের কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয় এবং তাদের জন্য নির্ধারিত বছরের পর বাকি অর্থ মওকুফও করা হয়।

যুক্তরাষ্ট্র সরকার প্রথম ২০২২ সালের এপ্রিলে আইডিআর পরিকল্পনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল। একজন শিক্ষার্থীকে ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু সুপ্রিম কোর্ট গত মাসে এ সিদ্ধান্ত আটকে দেয়। আদালতের রায় ঘোষণার পরই বাইডেন শিক্ষার্থীদের ঋণ মওকুফ করার ভিন্ন উপায় খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, ‘আজকের সিদ্ধান্ত একটি পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা অরেক পথে যাব।’

বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ঋণ মওকুফে কয়েক দফায় পদক্ষেপ নিয়েছেন। গত বছর বিশ্ববিদ্যালয়ের প্রতারণার শিকার হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়া ২ লাখ ঋণগ্রহীতার ঋণ মওকুফ করেছিলেন তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স