Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিউইয়র্কে নিরাপত্তা বৃদ্ধি

ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিউইয়র্কে নিরাপত্তা বৃদ্ধি


নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে আগামী ৯ জুন শুরুহবে টি২০ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই খেলাকে কেন্দ্র করে হুমকির খবরের পর নিরাপত্তা পরিধি বাড়ানো হচ্ছে। গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাদের গোয়েন্দা সূত্র অনুসারে ‘এই সময়ে জনসাধারণের নিরাপত্তার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
ম্যানহাটনের প্রায় ২৫ মাইল পূর্বে অবস্থিত আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথঅ। এর মধ্যে হাই-প্রোফাইল ভারত-পাকিস্তান প্রতিযোগিতাও রয়েছে।
নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল ইঙ্গিত দিয়েছেন, তার প্রশাসন এই খেলাগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে কয়েক মাস ধরে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে কাজ করেছে।
তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক স্টেট পুলিশকে আইন প্রয়োগকারীর বর্ধিত উপস্থিতি, উন্নত নজরদারি এবং পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং প্রক্রিয়াসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছি। জননিরাপত্তা আমার সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা ক্রিকেট বিশ্বকাপকে নিরাপদ ও উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, কর্তৃপক্ষ এখনো রিপোর্ট করা হুমকির সমর্থনে কোনো প্রমাণযোগ্য নজির খুঁজে পায়নি। তবে আইসিসি বলেছে, নিউইয়র্ক ভেন্যুসহ পুরো টুর্নামেন্টজুড়ে নিরাপত্তা ‘দৃঢ়’ হবে। আইসিসির একজন মুখপাত্র বলেন, ‘ইভেন্টে প্রত্যেকের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের এক নম্বর অগ্রাধিকার এবং আমাদের কাছে একটি ব্যাপক ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। আমাদের ইভেন্টে চিহ্নিত যেকোনো ঝুঁকি কমানোর জন্য যে উপযুক্ত পরিকল্পনা রয়েছে তা নিশ্চিত করতে আমরা আয়োজক দেশগুলোর কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং ক্রমাগত বিশ্বব্যাপী ল্যান্ডস্কেপ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করি।’
নিউইয়র্কে ভারত চারটি ম্যাচ খেলবে - তাদের প্রথমটি কানাডার বিরুদ্ধে (৫ জুন), তারপরে পাকিস্তানের সাথে (৯ জুন), এরপর ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে। এর আগে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত।

কমেন্ট বক্স