Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিপাকে পপতারকা ব্রিটনি! 

বিপাকে পপতারকা ব্রিটনি!  পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবি: ফেসবুক
গত বছরের শেষ দিকে বিরতি ভেঙে ভক্তদের উপহার দেন নতুন গান। পাশাপাশি স্যাম অসগরির সঙ্গে প্রেম-বিয়ে নিয়েও বেশ আলোচনায় ছিলেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স।

তবে চলতি বছর নতুন গানের খবরে না থাকলেও নিজের আত্মজীবনী লেখা নিয়ে সম্প্রতি শিরোনামে আসেন তিনি।  গত সপ্তাহেই তিনি ইনস্টাগ্রামে বইটি প্রকাশের ঘোষণা দেন। যা নিয়ে ইতোমধ্যে তার ভক্তদের ভেতর দারুণ কৌতুহল তৈরি হয়েছে। নেটিজেনরা যার বহিঃপ্রকাশও করেছেন ইনস্টগ্রামের কমেন্ট বক্সে।

জানা গেছে, আগামী ২৪ অক্টোবর প্রকাশিতব্য বইটিতে নিজের গল্পের সঙ্গে ব্রিটনি স্বাধীনতা, খ্যাতি, মাতৃত্ব, টিকে থাকা, আশা আর বিশ্বাসের কথা বলেছেন। এছাড়াও এতে ব্রিটনি তার বাবা জেমি স্পিয়ার্সের কর্তৃত্ব, সেই সময়ে তার যন্ত্রণা এবং তা থেকে মুক্ত হওয়ার ঘটনা বিশদভাবে লিখেছেন। বই প্রকাশের তারিখ ঘোষণা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘আসছে... আমার গল্প, আমার মত করে, শেষ পর্যন্ত!’ তবে এমন খুশির খবরের মাঝেও বাড়ি বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন এই তারকা। কিছুদিন আগেই স্বামী স্যাম আসগরির সঙ্গে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রাসাদসম একটি বাড়ি কেনেন। যেখানে সকল আধুনিক সুযোগ-সুবিধার কমতি নেই। 

জানা গেছে, প্রায় ৯০ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন তারা। কিন্তু বাড়িটিতে খুবই নিরাপত্তাহীনতায় ভুকছিলেন এই দম্পতি। যে কারণে সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন ব্রিটনি। তবে এখানেই বাঁধে বিপত্তি। অভিজাত এলাকা আর দাম বেশি হওয়ায় কেউ বাড়িটি কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অনেক চেষ্টার পর  সাত কোটি লসে সেটি বিক্রি করতে হয় তাকে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স