Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শরিফুল বললেন, শান্তকে সবাই পছন্দ করে

শরিফুল বললেন, শান্তকে সবাই পছন্দ করে



টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে আজ প্রচার করা হয়েছে পেসার শরিফুল ইসলামের সাক্ষাৎকার। জাতীয় দলে খেলাটা অনেক বড় পাওয়া বলে জানান শরিফুল।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত শরিফুল ১০ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দল ও বিশ্বকাপে খেলা নিয়ে শরিফুল বলেন, 'গ্রামে-গঞ্জে যে যেখানেই খেলুক প্রতি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলাটা আমার জন্য অনেক বড় পাওয়া।'

মোস্তাফিজ-তাসকিনদের সঙ্গে খেলা নিয়ে বলেন, 'বিপিএলে তাসকিন ভাইয়ের সঙ্গে খেলেছি, ডিপিএলে খেলেছি, এখন জাতীয় দলে খেলছি একসঙ্গে তাসকিন-মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে। যখন ছোট ছিলাম ভাবতাম কখন উনাদের সঙ্গে খেলবো। তাদের সঙ্গে এখন খেলছি যা অনেক স্বপ্নের মধ্যে একটি।'

বিশ্বকাপে ক্রিকেট দুনিয়ার সবাই নজর রাখেন। তাই বিশ্বকাপ খেলতে পারাটা আলাদা অনুভূতি কাজ করে বলে জানান শরিফুল।

অধিনায়ক শান্তকে নিয়ে শরিফুল বলেন, 'খুব ভালো, স্বাধীনতা দেন শান্ত ভাই। সবাই উনাকে খুব পছন্দ করে। বোলাররা কিছু করতে চাই, উনাকে বলি তখন উনি সেটা গুরুত্ব দেন।'

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স