Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কখন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে, জানালো মন্ত্রণালয়

কখন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে, জানালো মন্ত্রণালয় ফাইল ছবি
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা ২৯ মে (বুধবার) স্বাভাবিক হবে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

২৮ মে (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ পাবেন, রাতের মধ্যে ৬০ শতাংশ এবং বুধবার সকালে ৮০ শতাংশ লাইনে বিদ্যুৎ সরবাহ স্বাভাবিক হবে। বাকি ২০ শতাংশ গ্রাহকের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কিছু সময়। এই ২০ শতাংশ গ্রাহকের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে বলে সময় লাগবে।

এদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পর্যবেক্ষণ ও এর ক্ষয়ক্ষতির প্রতিকারের জন্য কার্যক্রম গ্রহণ করেছে।

প্রাথমিক তথ্যানুসারে, বিদ্যুৎ বিভাগের ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘূর্ণিঝড়ে। আরইবির ঠিকাদার ও জনবলসহ ৩০ হাজারের বেশি জনবল এ পুনঃস্থাপন প্রক্রিয়ার জন্য মাঠে কাজ করছেন।

আরইবির জানিয়েছে, দেশে বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২জন। এর মধ্যে পুনঃস্থাপন সম্পূর্ণ হয়েছে ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৭০২জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ।

ওজোপাডিকো জানিয়েছে, মোট ১৫ লাখ ৫৪ হাজার ১৫৪ গ্রাহকের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৬২৮জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা প্রয়োজন। প্রাথমিক তথ্যানুসারে, ওজোপাডিকোর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার ৭০২ টাকা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স