Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আপিল করবেন না সালাম মুর্শেদী

আপিল করবেন না সালাম মুর্শেদী ছবি সংগৃহীত


ফিফার খড়্গ নেমে এসেছে তার ওপর। দায়িত্বে অবহেলা, অনিয়ম দেখেও পাশ কাটিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (২৩ মে) তার বিরুদ্ধে ৫১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ফিফার নৈতিকতা কমিটি, যেখানে ভুয়া বিল-ভাইচার, চেক, ভুয়া টেন্ডার কোটেশনে সাক্ষর করার কথা বলা হয়। বাফুফের ফাইন্যান্স কমিটির প্রধান হিসেবে দায় গিয়ে পড়েছে সালামের ওপর।

তিনি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে আমাকে কিন্তু কোনো কিছুর সঙ্গে জড়িত দেখাতে পারেনি। বাফুফের তদন্ত কমিটিও আমার কোনো সম্পৃক্ততা পায়নি। যারা চুরি করেছে তাদের কারণে আজ আমাকে বিব্রত হতে হলো।’

নির্দোষ দাবি করলেও এই রায়ের বিরুদ্ধে আপিলের পথে হাঁটবেন না বলে জানান সালাম। শুক্রবার এ নিয়ে লিখিত প্রতিক্রিয়া দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিকে বাফুফের তদন্ত কমিটির প্রতিবেদনকে ধর্তব্যে আনেনি ফিফার নৈতিকতা কমিটি। বাফুফের নির্বাহী কমিটির লোকজন দিয়েই তদন্ত করায় এটাকে ভিত্তিহীন মনে করছে ফিফা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স