Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা ছবি : সংগৃহীত


গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে ফিফার কাছে আন্তর্জাতিক ফুটবলে দেশটিকে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল ফিলিস্তিন। এই প্রস্তাবে সমর্থন জানায় ইরানসহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশ। ইসরায়েলকে নিষিদ্ধ করতে এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) তাদের পাশে দাঁড়ায়।

ধারণা করা হচ্ছিল, ব্যাংককে সংস্থাটির কংগ্রেস শেষে এ নিয়ে আজই (১৭ মে) সিদ্ধান্ত জানা যাবে। তবে এই বিষয়ে আগামী ২০ জুলাই বিশেষ কাউন্সিল মিটিং করবে ফিফা।

শুক্রবার কংগ্রেসে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ চায় তারা।

ইনফান্তিনোর ভাষ্যমতে, ‘ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তিনটি অনুরোধ বিশ্লেষণ করতে ও ফিফা বিধির সঠিক প্রয়োগে আইনি পরামর্শ চাই আমরা। দুই দেশের অ্যাসোসিয়েশনের দাবি বিবেচনা করা হবে এই আইনি প্রক্রিয়ায়। তারপর ফল ও সুপারিশগুলো পাঠানো হবে ফিফা কাউন্সিলে। জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ জুলাই বিশেষ কাউন্সিল মিটিং হবে এবং পর্যবেক্ষণের পর সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের নেতা জিব্রিল রজৌবের মন্তব্য, ‘ফিলিস্তিন ফুটবল পরিবারসহ ফিলিস্তিনের জনগণ চরম মানবিক বিপর্যয়ের শিকার।’ নিষেধাজ্ঞার প্রস্তাবের কারণে ইসরায়েল হুমকি দিচ্ছে বলে জানান তিনি, ‘এই প্রস্তাব প্রত্যাহার না করলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আমাকে কারাদণ্ড দেওয়ার গুরুতর হুমকি দিয়েছে। কিন্তু সত্যের সামনে বিশ্বের কোনও শক্তি দাঁড়াতে পারবে না।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স