মা! ওগো জননী আমার...
কী যে হতো বাধ্য যদি না-ইবা হতাম।
মানুষ হবি এ সংসারে
ভাবনা দুঃখের অন্তরালে হয় সজীব।
খটখটে এই জমিনটাকে
ভালোবাসার সায়র দিলে...
বলছি যত তোমার কাছে সুখস্মৃতি আধখানা
আহ্লাদী সব বায়নাগুলো ছিটকে পড়ে ওই কোলে।
ব্যস্ত পায়ে হাঁটতে গিয়ে হোঁচট খেলে
স্নেহের আঁচল ললাট মোছে মাঝ দুপুরে,
আমার দুঃখে দুঃখী তুমি, সুখে আবার উৎফুল্ল।
নক্ষত্রের আলো হয়ে অগোছালো
জীবন আমার দাও সাজিয়ে।