Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

নক্ষত্রের আলো

নক্ষত্রের আলো



 
মা! ওগো জননী আমার...
কী যে হতো বাধ্য যদি না-ইবা হতাম।
মানুষ হবি এ সংসারে
ভাবনা দুঃখের অন্তরালে হয় সজীব।
খটখটে এই জমিনটাকে
ভালোবাসার সায়র দিলে...
বলছি যত তোমার কাছে সুখস্মৃতি আধখানা
আহ্লাদী সব বায়নাগুলো ছিটকে পড়ে ওই কোলে।
ব্যস্ত পায়ে হাঁটতে গিয়ে হোঁচট খেলে
স্নেহের আঁচল ললাট মোছে মাঝ দুপুরে,
আমার দুঃখে দুঃখী তুমি, সুখে আবার উৎফুল্ল।
নক্ষত্রের আলো হয়ে অগোছালো
জীবন আমার দাও সাজিয়ে।
 

কমেন্ট বক্স