সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠার এক যুগ পার করেছে জনপ্রিয় মানি ট্রান্সমিটার প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’। বাংলাদেশের জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ২০১১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।
স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মালেক ঠিকানাকে জানান, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস যুক্তরাষ্ট্রে ভালো ব্যবসা করছে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় আটটি শাখা রয়েছে তাদের। এরমধ্যে নিউইয়র্ক সিটিতে ৫টি, বাফেলোতে একটি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দুটি শাখা থেকে প্রায় এক লাখ গ্রাহক বাংলাদেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন নিয়মিত। এসব প্রতিষ্ঠানে ২২জন বাংলাদেশি কর্মরত রয়েছেন।
মোহাম্মদ মালেক আরো জানান, যুক্তরাষ্ট্রের আটটি শাখা থেকে প্রতি মাসে টার্নওভার হচ্ছে প্রায় ১০ মিলিয়ন ডলার। গ্রাহকদের সন্তুষ্টির জন্য নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে প্রতিটি শাখার কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।
এদিকে প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে নিউইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস। ১২ জুলাই বুধবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন আহমেদ।