Thikana News
১৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করছেন মেলিন্ডা

গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করছেন মেলিন্ডা
আগামী ৭ জুন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে শেষ কর্মদিবস কাটাবেন মেলিন্ডা গেটস। কারণ গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন তিনি। ২০০০ সালে তার প্রাক্তন স্বামী বিল গেটসকে নিয়ে যুক্তরাষ্ট্রে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেছিলেন। এ ফাউন্ডেশন থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। এক্স প্ল্যাটফর্মে মেলিন্ডা পোস্ট করেছেন, ‘এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। বিল এবং আমি একসাথে যে ভিত্তি তৈরি করেছি এবং বিশ্বজুড়ে বৈষম্য মোকাবিলায় এই প্রতিষ্ঠান যে অসাধারণ কাজ করছে তার জন্য আমি অত্যন্ত গর্বিত।’ 
 
তিনি ফাউন্ডেশনের সিইও, মার্ক সুজম্যান এবং ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের প্রশংসা করেন, যা ২০২১ সালের মে মাসে দম্পতির বিবাহবিচ্ছেদের পরেও নিজেদের কর্মকান্ড চালিয়ে গেছে। মেলিন্ডা তার বিবৃতিতে লিখেছেন, ‘জনহিতৈষীমূলক কাজের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবার এটাই সঠিক সময়।’ তিনি ইতিমধ্যেই তার নিজস্ব সংস্থা Pivotal Ventures এর মাধ্যমে তার কিছু বিনিয়োগ এবং জনহিতকর কর্মকাণ্ডের আয়োজন করেছেন। বিল গেটস একটি বিবৃতিতে ফাউন্ডেশনে মেলিন্ডার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি তার প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার জন্য দুঃখিত, তবে আমি নিশ্চিত যে সে তার ভবিষ্যতের জনহিতকর কাজে বিশাল প্রভাব ফেলবে।’

একজন মুখপাত্র জানিয়েছেন, ফাউন্ডেশনটি তার নাম পরিবর্তন করে গেটস ফাউন্ডেশন রাখবে। গেটসের সাথে তার চুক্তির অংশ হিসাবে ১২.৫ বিলিয়ন ডলার পাবেন, যা তিনি ভবিষ্যতে নারী এবং পরিবার কল্যাণমুলক কাজে ব্যয় করবেন বলে জানা গেছে।

ফাউন্ডেশন বলেছে, গেটস ব্যক্তিগতভাবে এই তহবিলগুলো সরবরাহ করবেন, ফাউন্ডেশনের এনডোমেন্ট থেকে নয়। গেটস ফাউন্ডেশন বিশ্ব স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশাল তহবিল প্রদান করে।
 
যা ভ্যাকসিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এইডস, যক্ষ্মা ও  ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গ্লোবাল ফান্ডের মতো বড় আন্তর্জাতিক সংস্থাগুলিকে সমর্থন করে। শিশু অপুষ্টি এবং মাতৃস্বাস্থ্যের পাশাপাশি পোলিও নির্মূল এবং ম্যালেরিয়ার  চিকিৎসা ও প্রতিরোধের মতো বিস্তৃত বিষয়গুলিতে গবেষণার জন্য অর্থায়ন করে। ফাউন্ডেশনটি ক্ষুদ্র কৃষকদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন অনুদান দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা নীতি এবং গবেষণার জন্য অর্থায়ন করেছে এই সংস্থা। রকফেলার ফিলানথ্রপি অ্যাডভাইজার্সের প্রেসিডেন্ট এবং সিইও লতানিয়া ম্যাপ বলেছেন, ‘ঘোষণাটি আমাদের অনেকের জন্য বিস্ময়কর।’

মেলিন্ডা  ইতিমধ্যেই গেটস ফাউন্ডেশনের অধীনে জেন্ডার ইক্যুইটি নিয়ে কাজ করছিলেন যা তার প্রস্থানের পরেও অব্যাহত থাকে বলে জানিয়েছেন ম্যাপ। ফাউন্ডেশনের জেন্ডার ইক্যুইটি বিভাগের প্রথম সভাপতিকে ২০২০ সালে নিয়োগ দেওয়া হয়েছিল। মেলিন্ডা  আনুষ্ঠানিকভাবে ৭ জুন পদত্যাগ করবেন, তখন বিল গেটস ফাউন্ডেশনের বোর্ডের একমাত্র সভাপতি হবেন, যদিও সুজম্যান  সিইও হিসাবে, গত তিন বছরে প্রতিষ্ঠানে একটি উচ্চতর ভূমিকা পালন করেছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স