Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

প্লে-অফে ওঠার লড়াই জমিয়ে তুলল বেঙ্গালুরু

প্লে-অফে ওঠার লড়াই জমিয়ে তুলল বেঙ্গালুরু ছবি সংগৃহীত



 
আইপিএলের এবারের আসরের শুরুর দিকে পয়েন্ট টেবিলের তলানির দিকেই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দোর্দণ্ড দাপটে ঘুরে দাঁড়িয়েছেন কোহলি-ডু প্লেসিরা। দলটি এখন আছে প্লে-অফ খেলার সমীকরণেও।  

রোববার (১২ মে) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়েছে বেঙ্গালুরু।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে দলটি।

নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ বড় ব্যবধানে জিতলেই প্লে-অফের টিকিট পাবে এখনো আইপিএলের শিরোপা জিততে না পারা দলটি।

দিল্লির বিপক্ষে এদিন আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রানের পুঁজি পায় বেঙ্গালুরু। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রজত পতিদর। ৪১ রান আসে উইল জ্যাকসের ব্যাট থেকে। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ ও রশিক সালাম।

এরপর রান তাড়ায় নেমে ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসা দিল্লি থামে ১৪০ রানে। ৫ বল বাকি থাকতেই অল আউট হয় দলটি। ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেলের ৫৭ রান শুধুই কমিয়েছে হারের ব্যবধান। বেঙ্গালুরুর হয়ে ৩ উইকেট নিয়েছেন যশ দয়াল। ম্যান অব দ্য ম্যাচ হন ক্যামেরন গ্রিন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স