টেক জায়ান্ট অ্যাপলের সর্বশেষ আইপ্যাড প্রো মডেলের অ্যানিমেটেড বিজ্ঞাপনে বাদ্যযন্ত্র ও সৃজনশীলতার বিভিন্ন প্রতীক ভাংচুর করা দেখানো হয়েছে। এ নিয়ে হচ্ছে বিতর্ক ও সমালোচনা।
পাশাপাশি, এ টেক জায়ান্ট বৃহস্পতিবার বিজ্ঞাপনটি নিয়ে ক্ষমাও চেয়েছে বলে মার্কিন সাময়িকী অ্যাড এজকে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“আইপ্যাডের মাধ্যমে ব্যবহারকারীরা যেভাবে অগণিত উপায়ে নিজেদের প্রকাশ করে ও তাদের ধারণাগুলোকে জীবন্ত করে তোলেন, আমাদের লক্ষ্য সবসময় সেটি সেলিব্রেট করা। এ ভিডিওতে আমরা সেটি করতে পারিনি এবং আমরা দুঃখিত।” — আইফোন নির্মাতা কোম্পানিটির উদ্ধৃতি দিয়েছে অ্যাড এজ।
এ প্রসঙ্গে অ্যাপলের এক মুখপাত্র মন্তব্য করতে রাজি না হলেও অনুসন্ধানের জবাবে অ্যাড এজের প্রতিবেদন দেখতে বলেছেন বলে উল্লেখ করেছে রয়টার্স।
‘ক্রাশ’ শিরোনামের বিজ্ঞাপনটি অ্যাপলের ইউটিউব চ্যানেলে অন্তত ১৫ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি, কোম্পানির সিইও টিম কুক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ারও করেছেন ভিডিওটি।
ভিডিওতে দেখা যায় একটি ‘ইন্ডাস্ট্রিয়াল ক্রাশারে’র মাধ্যমে বিভিন্ন সৃজনশীল টুল যেমন ক্যামেরা, গিটার, পিয়ানো ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করা হচ্ছে। তারপর ক্রাশারের নিচে অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায় উন্মোচিত নতুন আইপ্যাডের সংস্করণটি। নতুন মডেলটি ঠিক কতটা পাতলা তারই প্রতীক এ ভিডিও।
অনলাইনে বিভিন্ন কমেন্টে বিজ্ঞাপনটিকে অসংবেদনশীল বলেছেন মন্তব্যকারীরা। তারা আরও বলেছেন, ঐতিহাসিকভাবে অ্যাপলের যে প্রথাবিরোধী, মানবতাবান্ধব অবস্থান ছিল, সেখান থেকে সরে এসেছে কোম্পানিটি। পাশাপাশি, শোষণ ও অন্যায়নির্ভর বর্ণহীন সমাজের বিরুদ্ধে অবস্থানের প্রতীকটিও অ্যাপল হারিয়েছে বলে মন্তব্য করেন অনেকে।
“বিজ্ঞাপনটি সিলিকন ভ্যালির সৌজন্যে মানুষের অভিজ্ঞতার ধ্বংস দেখিয়েছে।” – সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিংয়ের নতুন এক চিপসহ মঙ্গলবার ট্যাবলেটটি উন্মোচন করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এ টেক জায়ান্ট। এর মাধ্যমে এআই প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় অন্যান্য টেক জায়ান্টের সঙ্গে অ্যাপল টেক্কা দিতে চাইছে বলে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
কোম্পানির দাবি আইপ্যাড প্রো’র ডিসপ্লে আপগ্রেড করা হয়েছে এবং এটি “এখন পর্যন্ত সবচেয়ে পাতলা অ্যাপল পণ্য।”
ঠিকানা/এসআর