আগে থেকেই ছিল গুঞ্জন। সেই গুঞ্জন সত্যি করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। শনিবার (১১ মে) এক বিবৃতিতে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্ডারসন নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অ্যান্ডারসন অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘সবাই কেমন আছ। গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট। যে খেলাটি আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, সেটা খেলেই দেশের হয়ে ২০ বছর প্রতিনিধিত্ব করা একটি অবিশ্বাস্য ব্যাপার। আমি ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামব না।’
তিনি আরও লেখেন, ‘কিন্তু আমি জানি, এই সময়টি এক পাশে সরে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত এবং অন্যদেরকে (জুনিয়র) তাদের স্বপ্নগুলো উপলব্ধি করতে দেওয়ার এটাই সেরা সময়, যেমনটা আমিও করেছি। এর (ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়া) চেয়ে বড় কিছু আর নেই।’
বিদায়বেলায় পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইংলিশ এই পেসার আরও লেখেন, ‘ড্যানিয়েলা, লোলা, রুবি এবং আমার বাবা-মায়ের ভালোবাসা ও সাহায্য ছাড়া আমি এতটা দূর আসতে পারতাম না। তাদেরকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সেসব খেলোয়াড় এবং কোচকে, যারা এই খেলাকে বিশ্বের সেরা কাজে পরিণত করেছে।’
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শেষেই ক্যারিয়ার শেষ করবেন অ্যান্ডারসন। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট খেলে ৭০০ উইকেট নিয়েছেন এই কিংবদন্তি পেসার।
ঠিকানা/এনআই