Thikana News
২৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৭ জুলাই ২০২৪

মায়ের ভালোবাসা

মায়ের ভালোবাসা
খোকা এসে বলে, মায়ের গলা জড়িয়ে-
মা, আমি তোমায় বড্ড ভালোবাসি।
তুমি আমায় ভালোবাস মা, আমার চেয়ে একটু বেশি।
তুমি জানো আমার সব প্রয়োজন।
বিনা চাওয়ায় করে দাও সব আয়োজন।
ক্ষুধায় যখন ডাকি মা বলে।
আমার ক্ষুধা পেয়েছে, তুমি যাও বুঝে।
কর্ম বল-হাত ধুয়ে আয়, খাবার সাজিয়েছি, আয় খাবি।
ঘুমের সময় হলে, সাজিয়ে দাও ঘুমের পোশাকে
বলো এখনই বিছানাতে যাবি।
আপুর সাথে খুনসুটিতে যখন দিই ওর চুল টানি।
দোষটা আমারই-আমি জানি।
আপু নালিশ জানায় হয়ে কাঁদো কাঁদো-
মা তুমি উল্টো শাসিয়ে দাও ‘যাও ভাগো’-।
কী এমন ব্যথা পেয়েছ ছোটা, ভাইয়ের চুলটানে।
তুমি বড় বোন নাও না, একটু মেনে।
আপু তবু কাঁদে ‘আমার বেলায় শাসন আর
ছেলের বেলায় আদরই আদর।’
আপুর কান্না শুনে দাদা আসে এগিয়ে-
-‘নাতনিটা আমার, দু’বছরে ওর চেয়ে হয়েছে কী এমন বড়।’
খোকাটা তোমার দুষ্টুমিতে হয়েছে সেরা, ওকে একটু শাসন করো।
বাবারও আছে অভিযোগ,-
‘খোকাটা তোমার সারা দিনমান বেড়ায় খেলে, খেলে-
লেখাপড়ার একটু তাগিদ দিয়ো যদি ওর সময় মেলে।
মা, বাবাকে তুমি দিলে বুঝিয়ে-
এমন কী বয়স হয়েছে খোকার লেখাপড়ায় মন দেবার।
ওর এখন বয়সটাই খেলে বেড়াবার।
খোকা মায়ের বুকে মুখ লুকিয়ে সুধায়-
মা, সবাই কেন তোমার মতো ভালোবাসে না আমায়।
মা বলে, খোকা তোকে কেমনে বোঝাই-।
মায়ের মতো ভালোবাসার আপন কেহ নাই-
এই দুনিয়ায়।
 

কমেন্ট বক্স