Thikana News
২৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৭ জুলাই ২০২৪
এমপ্লয়মেন্ট বেইজড আবেদেন

সঠিক ফি না দিলে বাতিল করবে ইউএসসিআইএস

সঠিক ফি না দিলে বাতিল করবে ইউএসসিআইএস
ইউএসসিআইএসের কাছে যারা এমপ্লয়মেন্ট বেইজড আবেদন করবেন, তাদেরকে অবশ্যই সঠিক ও যথাযথ ফি দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে সতর্কতার সঙ্গে খেয়াল করতে হবে, তিনি যে তারিখে আবেদন ফর্মে স্বাক্ষর করছেন ও জমা দিচ্ছেন, সেদিন সেই ক্যাটাগরিতে ফি কত আছে। ইউএসসিআইএস গত ২৯ এপ্রিল ঘোষণা করেছে, এমপ্লয়মেন্ট বেইজড আবেদনের সময় কেউ যদি নির্ধারিত ফির চেয়ে কম কিংবা বেশি জমা দেন, তাহলে তার আবেদনটি বাতিল হবে। এ-সংক্রান্ত কারও কোনো প্রশ্ন থাকলে তারা ইউএসসিআইএসের ফ্রিকোয়েন্টলি আকসড কোশ্চেনে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
ফর্ম আই-১২৯ (একজন অ-অভিবাসী শ্রমিকের জন্য আবেদন), ফর্ম আই-১৪০ (এলিয়েন কর্মীদের জন্য অভিবাসী পিটিশন) এর ক্ষেত্রে এই ফি প্রযোজ্য। নতুন এই নির্দেশনা যাতে আবেদনকারীরা মেনে চলে সঠিক নিয়মে সঠিক ফি দিয়ে আবেদন জমা দেন, সে ব্যাপারে উৎসাহিত করেছে ইউএসসিআইএস।

কমেন্ট বক্স