কোনো পরিবারের কয়েকজন সদস্যের জন্মদিন একই দিনে হতে পারে। এতে বিস্ময়ের তেমন কিছু নেই। কিন্তু মা-বাবাসহ কোনো পরিবারের সাত সন্তানের জন্মদিন একই তারিখে হওয়াটা কিছুটা বিস্ময়কর। এই বিস্ময়কর ঘটনা ঘটেছে পাকিস্তানের লারকানার একটি পরিবারে।
পরিবারটির ৯ সদস্যের সবার জন্ম একই দিনে। তাদের প্রত্যেকেরই জন্ম আগস্টের ১ তারিখে। এ ঘটনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে।
গিনেসের তথ্যমতে, আমির আলি মাঙ্গি ও খুদেজা দম্পতির সাত সন্তান। ১৯ থেকে ৩০ বছর বয়সী সাত সন্তানের সবার জন্ম ১ আগস্ট। আমির আলি মাঙ্গি ও খুদেজার জন্মদিনও তা-ই।
সাত সন্তানের নাম সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, আম্বার, আম্মার ও আহমার। আরও মজার ব্যাপার হচ্ছে, পরিবারটিতে দুটি যমজ মেয়ে ও দুটি যমজ ছেলে আছে। যমজ দুই মেয়ের নাম সাসুই ও স্বপ্না। যমজ দুই ছেলে আম্মার ও আহমার।
আমির ও খুদেজার কাছে সাত সন্তানের জন্মদিনের তারিখের অভিন্নতা আরেকটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তাদের বিবাহবার্ষিকীও একই দিনে। তাদের বড় মেয়ে সিন্ধুর জন্মের ঠিক এক বছর আগে ১৯৯১ সালের ১ আগস্ট তারা বিয়ে করেন।
সিন্ধুর জন্ম আমির ও খুদেজার মতো একই দিনে হওয়ায় তারা খুব অবাক ও আনন্দিত হয়েছিলেন। তারা ঘটনাটিকে ঈশ্বরের দান হিসেবে দেখেন। সূত্র : এনডিটিভি
ঠিকানা/এনআই