Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ঢাকায় সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ দূতাবাস চালু 

ঢাকায় সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ দূতাবাস চালু  ছবি : সংগৃহীত



 
ঢাকায় চালু হয়েছে সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ দূতাবাস। ৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দূতাবাসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে ১৯৭২ সাল থেকে বাংলাদেশে সিঙ্গাপুরের কনস্যুলেট চালু ছিল। সেটিকে এবার হাই কমিশনে উন্নীত করা হলো।
 
দূতাবাস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
 
অনুষ্ঠানে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ অংশীদার।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের রোল মডেল সিঙ্গাপুর। বাণিজ্যিক ক্ষেত্রে দুদেশের একযোগে অনেক কাজের সুযোগ রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স